11000 টাকার কম দামে এল Moto এর সস্তা 5G স্মার্টফোন, 8GB RAM সহ রয়েছে দুর্দান্ত ফিচার

11000 টাকার কম দামে এল Moto এর সস্তা 5G স্মার্টফোন, 8GB RAM সহ রয়েছে দুর্দান্ত ফিচার

আপনি যদি 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন কিন্তু আপনার বাজেট 11,000 টাকার কম, তাহলে Moto G35 5G ফোনটি একটি ভাল বিকল্প হতে পারে। আসলে মোটো জি৩৫ ৫জি ফোনের নতুন 8GB RAM মডেল বাজারে আনা হয়েছে। নতুন 8 জিবি মডেলটি আজ অর্থাৎ 6 অক্টোবর প্রথমবার বিক্রি করা হবে। আসুন জেনে নেওয়া যাক মোটো জি৩৫ ৫জি ফোনের দাম কত এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Moto G35 5G 8GB মডেল কত টাকায় কেনা যাবে

মোটোরোলা সম্প্রতি মোটো জি৩৫ ৫জি ফোনের 8GB RAM ভ্যারিয়্যান্ট লঞ্চ করেছে। এতে 128GB স্টোরেজ পেয়ার করা। অফারের পর ফোনটি 10,999 টাকা দামে কেনা যাবে।

আরও পড়ুন: Kojagari Lakshmi Puja 2025 wishes in Bengali: মা লক্ষ্মীর আসায় ঘর ভরে উঠুক ধন, সুখ, শান্তি, প্রিয়জনকে জানান শুভেচ্ছা

বলে দি যে এই ফোনটি প্রথম 2024 সালে 4GB RAM সহ লঞ্চ করা হয়েছিল এবং বর্তমানে Flipkart-এ 8,999 টাকায় লিস্ট করা রয়েছে। এটি কালো, সবুজ এবং লাল রঙে পাওয়া যাবে।

Moto G35 5G First Sale on Flipkart
Moto G35 5G First Sale on Flipkart

মোটো জি৩৫ ৫জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, মোটো জি৩৫ ৫জি ফোনে 6.72-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে দেওয়া যা 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিসপ্লতে ওয়াটার টাচ টেকনোলজি দেওয়া।

ক্যামেরার কথা বললে, মোটো জি৩৫ ৫জি ফোনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স রয়েছে। সেলফির জন্য, ফোনে একটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনটি ৪K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।

প্রসেসর হিসেবে মোটো ফোনটি ইউনিসক T760 চিপসেটে কাজ করে, যা 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ পেয়ার করা। এটি 4GB RAM অপশনেও আসে।

পাওয়ার দিতে মোটো জি৩৫ ৫জি ফোনটি 5000mAh ব্যাটারি অফার করে যা 18W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বক্সে থাকবে 20W এর চার্জর।

আরও পড়ুন: Jio এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, পুরো বছরের মেয়াদ এবং আনলিমিটেড কলিং সুবিধা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo