আগামীকাল ভারতে লঞ্চ হচ্ছে 7000mAh ব্যাটারি এবং 50MP সেলফি ক্যামেরা সহ সবচেয়ে পাতলা Realme 5G স্মার্টফোন

আগামীকাল ভারতে লঞ্চ হচ্ছে 7000mAh ব্যাটারি এবং 50MP সেলফি ক্যামেরা সহ সবচেয়ে পাতলা Realme 5G স্মার্টফোন

রিয়েলমি সম্প্রতি তার আপকামিং স্মার্টফোন Realme 15T 5G এর ভারতে লঞ্চ তারিখের ঘোষণা করে দিয়েছে। রিয়েলমি ১৫ সিরিজের তৃতীয় স্মার্টফোন হবে। আপকামিং রিয়েলমি ১৫টি স্মার্টফোনটি বাজারে দুর্দান্ত ফ্লাগশিপ ফিচার সহ আসবে। এই সিরিজে এর আগে realme 15 5G এবং realme 15 Pro 5G আনা হয়ছিল। এবার এই সিরিজে যোগ হবে রিয়েলমি ১৫টি ফোন। খবর অনুযায়ী, এটি 20 হাজার থেকে কম দামে 5G ফোন হবে যা বড় 7000mAh ব্যাটারি, 12GB RAM এবং 50MP সেলফি ক্যামেরা সহ আসবে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি ১৫টি ফোনের লঞ্চ তারিখ কবে এবং স্পেসিফিকেশন কী থাকবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Realme 15T স্মার্টফোন কবে হবে লঞ্চ

আপকামিং রিয়েলমি ১৫টি ফোনটি ভারতে আগামীকাল 2 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে। এই রিয়েলমি ১৫টি ৫জি ফোনের লঞ্চ ইভেন্ট ২ সেপ্টেম্বর দুপুর 12টায় শুরু হবে। রিয়েলমির সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রিয়েলমি এবং Flipkart সাইটে সরাসরি দেখা যাবে।

আরও পড়ুন: Jio vs Vodafone Idea: প্রতিদিন 2.5 জিবি ডেটা সহ সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, জানুন কে দিচ্ছে 70 টাকার কমে বেশি সুবিধা

Realme 15T 5G স্মার্টফোনের দাম কত হবে

Realme 15T 5G India Launch Date Officially Confirmed

দামের কথা বললে, লিক অনুযায়ী রিয়েলমি ১৫টি ফোন 20,999 টাকার শুরুর দামে লঞ্চ হতে পারে। এই দামে ফোনের 8 জিবি RAM সহ 128 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্ট কেনা যাবে। বলে দি যে রিয়েলমি ১৫ ৫জি ফোনটি 25,999 টাকার শুরুর দামে এবং রয়েলমি ১৫ প্রো 31,999 টাকার শুরুর দামে লঞ্চ হয়ছিল।

পাশাপাশি, রিয়েলমি ১৫টি ফোনের পুরনো ভার্সন Realme 14T 5G ফোনটি 17,999 টাকায় লঞ্চ হয়ছিল। যার মানে নতুন রিয়েলমি ১৫টি ফোনের দাম পুরনো ভার্সন থেকে দামি হতে পারে।

রিয়েলমি ১৫টি ৫জি স্পেসিফিকেশন এবং ফিচার কী থাকবে

ফিচারের কথা বললে, রিয়েলমি ১৫টি ৫জি ফোনটি মিডিয়াটেক এর 6nm ফ্রেব্রিকেশনে তৈরি Dimensity 6400 Max প্রসেসরে কাজ করতে পারে। ডিসপ্লের কথা বললে, রিয়েলমি ১৫টি ফোনে থাকবে 6.7-ইঞ্চি 4R Comfort+ AMOLED ডিসপ্লে যা 4000 নিট পিক ব্রাইটনেস, 2,160Hz PWM ডিমিং, 10 বিট কালার ডেপথ সাপোর্ট করবে।

পাওয়ার দিতে রিয়েলমি ১৫টি ৫জি ফোনটি 7000mAh ব্যাটারি সহ ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট এবং 10W রির্ভাস চার্জিং সাপোর্ট করবে। বড় ব্যাটারি থাকা সত্তেও রিয়েলমি ১৫টি ফোনটি স্লিম এবং লাইটওয়েট সহ আসবে যা 7.79mm পাতলা এবং 181g ওজন হবে।

ক্যামেরার ক্ষেত্রে রিয়েলমি ১৫টি ৫জি ফোনটি ডুয়াল রিয়ার সেটআপ সহ আসবে। এটি AI ফিচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর অফার করবে যা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। এছাড়া 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে ফোনে। এছাড়া ডিভাইসে এয়ারফ্লো ভ্যাপার চেম্বার (ভিসি) কুলিং সিস্টেম থাকবে যা ভারী ব্যবহারের সময় থার্মল ম্যানেজমেন্ট ভাল কাজ করবে।

আরও পড়ুন: Amazon Great Indian Festival 2025 সেলের ঘোষণা, অর্ধেকের কম দামে কেনা যাবে স্মার্টফোন, ইলেক্ট্রনিক এবং একগুচ্ছ প্রোডাক্ট

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo