Jio এর 84 দিনের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং সহ একগুচ্ছ সুবিধা

Jio এর 84 দিনের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং সহ একগুচ্ছ সুবিধা

Jio তার গ্রাহকদের জন্য একাধিক সস্তা রিচার্জ প্ল্যান অফার করে। কোম্পানির কাছে 84 দিনের ভ্যালিডিটি সহ একাধিক সস্তা প্ল্যান রয়েছে, এতে আনলিমিটেড কলিং সহ ডেটার সাথে একগুচ্ছ সুবিধা পাওয়া যাবে। তবে দীর্ঘ ভ্যালিডিটি সহ প্ল্যানের কথা বললে, জিও এর কাছে 365 দিনের প্ল্যানও রয়েছে। আপনি যদি 84 দিনের ভ্যালিডিটি সহ সবচেয়ে সস্তা প্ল্যানের খোঁজ করছেন তবে আপনি জিওর এই দুটি প্ল্যান বিকল্প হিসেবে নিতে পারেন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

84 দিনের সহ Jio সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান

799 টাকার জিও এর সস্তা রিচার্জ প্ল্যান

জিও এর এই প্ল্যান 799 টাকায় আসে। এতে গ্রাহকরা 84 দিনের ভ্যালিডিটি পাবেন। এই প্ল্যানে গ্রাহকদের পুরো ভারতে ফ্রি নেশনাল রোমিং এবং আনলিমিটেড কলিং পাওয়া যাবে। এছাড়া গ্রাহকদের এতে প্রতিদিন 1.5GB হাই-স্পিড ডেটা এবং প্রতিদিন 100 ফ্রি SMS সুবিধা দেওয়া হয়।

আরও পড়ুন: Online Gaming Bill 2025: অর্থ দিয়ে অনলাইন গেমিং এবার বন্ধ, জানুন কেন নিষিদ্ধ করছে সরকার

Jio plans not listed, Jio 84 days plan, Jio 22 days plan, Jio daily data plans, Jio 1.5GB per day plan, Jio recharge MyJio app, Jio third party recharge apps, Jio plan not on website, Jio 799 plan PhonePe recharge, Jio 799 plan RED app, Jio recharge from UPI apps, Jio latest plans August 2025,

এই প্ল্যানে গ্রাহকদের জিও টিভি এবং জিও এআই ক্লাউড এর সাবস্ক্রিপশনও পাওয়া যায়। এছাড়া জিও এর কাছে 84 দিনের ভ্যালিডিটি সহ একটি আরও সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে যেতে গ্রাহকরা OTT অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশনও পাওয়া যাবে।

899 টাকার জিও এর সস্তা রিচার্জ প্ল্যান

এবার আরেকটি রিচার্জ প্ল্যান হল ৮৯৯ টাকার। জিও এর ওয়েবসাইট অনুযায়ী, এই প্রিপেইড রিচার্জ প্ল্যানে গ্রাহকদের 84 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। জিও এর এই প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা দেশের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। এছাড়া গ্রাহকদের ফ্রি নেশনাল রোমিং সুবিধাও দেওয়া হয়।

এই রিচার্জ প্ল্যানে কোম্পানি 1.5GB ডেটা অফার করে। সাথে গ্রাহকরা এতে 100 SMS ফ্রি পাবেন। কোম্পানির এই প্ল্যান JioSaavn Pro সাবস্ক্রিপশন সহ আসে। এছাড়া এতে জিও টিভি এবং জিওএআই ক্লাউড এক্সেস পাওয়া যাবে।

আরও পড়ুন: 84 দিনের ভ্যালিডিটি সহ BSNL এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, প্রতিদিন 3 জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo