50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ Vivo V60 5G ফোনের সেল শুরু, জানুন দাম কত
ভিভো গত সপ্তাহে ভারতে Vivo V60 5G লঞ্চ করেছিল। এই স্মার্টফোনের আজ থেকে বিক্রি শুরু হয় গেছে। এতে প্রসেসর হিসেবে Snapdragon 7 Gen 4 প্রসেসর রয়েছে ভিভো ভি৬০ ফোনে। আসুন জেনে নেওয়া যাক ভিভো ভি৬০ ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
Surveyভারতে Vivo V60 এর দাম এবং সেল অফার
এই স্মার্টফোন 8GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 36,999 টাকা, 8GB+256GB মডেলের দাম 38,999 টাকা, 12GB+256GB স্টোরেজের দাম 40,999 টাকা এবং 16GB+512GB স্টোরেজ দাম 45,999 টাকা রাখা হয়েছে।
নতুন ভিভো ভি৬০ ফোনটি Auspicious Gold, Mist Grey এবং Moonlit Blue রঙে পাওয়া যাচ্ছে। এটি Vivo এর ই-স্টোরের পাশাপাশি ই-কমার্স Flipkart, Amazon সাইটের মাধ্যমে বিক্রি হচ্ছে। HDFC ব্যাঙ্ক এবং Axis ব্যাঙ্ক কার্ড পেমেন্টে গ্রাহকরা 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পাবেন।

ভিভো ভি৬০ ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার
ফিচারের ভিভো ভি৬০ ৫জি স্মার্টফোনে 6.77- ইঞ্চির 1.5K কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 5000 নিট পিক ব্রাইটনেস লেভল সহ আসে। এতে প্রসেসর হিসেবে ভিভো ভি৬০ ফোনটি Snapdragon 7 Gen 4 দেওয়া। এই স্মার্টফোন Android 15 ভিত্তিক Funtouch OS এ চলে।
কোম্পানি জানিয়েছে যে এর জন্য চার বছরের OS আপগ্রেড এবং ছয় বছরের নিরাপত্তা আপডেট দেওয়া হবে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সম্পর্কিত কিছু ফিচার দেওয়া হয়েছে।
ক্যামেরার ক্ষেত্রে ভিভো ভি৬০ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিটে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। ফ্রন্টে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 50 মেগাপিক্সেল পাওয়া যাবে। এই স্মার্টফোনের ফ্রন্টে এবং রিয়ার ক্যামেরা 4K রেজোলিউশন সাপোর্ট করে।
আরও পড়ুন: Realme P4 5G এবং Realme P4 Pro 5G স্মার্টফোন ভারতে লঞ্চ হবে 20 আগস্ট, লিক হল দাম এবং স্পেসিফিকেশন
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
