9000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 100W চার্জিং সহ OnePlus 5G স্মার্টফোন, জানুন কোথায় মিলবে এই অফার

9000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 100W চার্জিং সহ OnePlus 5G স্মার্টফোন, জানুন কোথায় মিলবে এই অফার

মিড রেঞ্জ এবং ফ্ল্যাগশিপ দুটি সেগামেন্টে OnePlus 13 series একটি গেম চেঞ্জার স্মার্টফোন। যদি ফ্ল্যাগশিপ ভ্যারিয়্যান্ট ওয়ানপ্লাস ১৩ ফোনের কথা বললে, এটি দুর্দান্ত ক্যামেরা সিস্টাম এবং পাওয়ারফুল Snapdragon প্রসেসর সহ আসে। আপনি দীর্ঘ সময় ধরে কেনার কথা ভাবছিলেন তবে এখনই সুযোগ।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

কারণে Amazon সাইটে এই ফোনটি দুর্দান্ত ছাড়ের সাথে বিক্রি হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক ওয়ানপ্লাস ১৩ ফোনের নতুন দাম এবং ছাড় সম্পর্কে।

ভারতে OnePlus 13 ফোনের নতুন দাম কত

দামের কথা বললে, ওয়ানপ্লাস ১৩ এর 12GB RAM+256GB স্টোরেজ মডেল এখন 62,999 টাকায় পাওয়া যাচ্ছে। তবে লঞ্চের সময় এই ফোনটি 69,999 টাকা ছিল। যার মানে আপনি 9000 টাকার সোজা ছাড় পাওয়া যাবে।

আরও পড়ুন: Oppo K13 Turbo Pro 5G Sale: 7000mAh ব্যাটারি এবং বিল্ট ইন কুলিং ফ্যান সহ প্রথম স্মার্টফোনের আজ প্রথম সেল, জানুন দাম কত

OnePlus 13 5G Price drop
OnePlus 13 5G

এছাড়া Amazon Pay, ICICI ক্রেডিট কার্ড পেমেন্ট করলে 1889 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় Amazon Pay ক্যাশব্যাক পাওয়া যাবে।

ওয়ানপ্লাস ১৩ ফোনের স্পসেফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস ১৩ ফোনে 6.82 ইঞ্চি LTPO 4.1 AMOLED ডিসপ্লে রয়েছে যা 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া এতে ডলবি ভিসন সাপোর্ট, সেরামিক গ্লাস শিল্ড প্রোটেকশন পাওয়া যাবে।

প্রসেসর হিসেবে ওয়ানপ্লাস ১৩ ফোনটি Snapdragon 8 Elite চিপসেট, Adreno 830 GPU গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের পারফরম্যান্স অফার করে।

ফটোগ্রাফির ক্ষেত্রে ওয়ানপ্লাস ১৩ ফোনে রয়েছে যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ একটি 50MP প্রাইমারি ক্যামেরা, 3X অপটিক্যাল জুম সহ একটি 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলের জন্য, ডিভাইসে একটি 32MP ফ্রন্ট স্ন্যাপারও রয়েছে।

পাওয়ার দিতে এটি 100W ওয়্যার্ড, 50W ওয়্যারলেস এবং 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ বড় 6000mAh ব্যাটারিতে কাজ করে।

আরও পড়ুন: Vivo এর দুর্ধর্ষ 3x পেরিস্কোপ জুম ক্যামেরা সহ 5G স্মার্টফোন, প্রকাশ্যে এল টিজার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo