Vivo এর দুর্ধর্ষ 3x পেরিস্কোপ জুম ক্যামেরা সহ 5G স্মার্টফোন, প্রকাশ্যে এল টিজার
ভিভো ভারতীয় বাজারে T-series এর আওতায় আরেকটি নতুন স্মার্টফোন Vivo T4 Pro লঞ্চ করতে চলেছে। কোম্পানি তার আপকামিং ভিভো টি৪ প্রো ফোনের একটি টিজার প্রকাশ করেছে। টিজারে দেখা যাচ্ছে যে ফোনের নাম ভিভো টি৪ প্রো হবে। আপকামিং ভিভো ফোনের বিক্রি ই-কমার্স সাইট Flipkart থেকে করা হবে। এটি গত বছর লঞ্চ হওয়া T3 Pro এর একটি আপগ্রেড মডেল হতে চলেছে।
Surveyনতুন T4 প্রো ফোনে Snapdragon 7 Gen 4 চিপসেট সহ আসতে পারে। এছাড়া থাকতে পারে 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরাও। আসুন জেনে নেওয়া যাক এই আপকামিং ডিভাইসে আর কী কী বিশেষত্ব দেখা যেতে পারে।
Vivo T4 Pro শীঘ্রই ভারতে লঞ্চ হবে
আসলে আজ ভিভো তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ ভিভো টি৪ প্রো এর একটি নতুন টিজার শেয়ার করেছে। এখান থেকে ফোনের লঞ্চের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোম্পানির তরফে এখন পর্যন্ত লঞ্চের তারিখ প্রকাশ করা হয়নি।

টিজারে ফোনের পিছনের ডিজাইন প্রকাশ করেছে। ডিভাইসটি গোল্ডন ফিনিশে টিজ করা হয়েছে, যেখানে বলা হয়েচে যে এই ডিভাইস 3x পেরিস্কোপ জুম ক্ষমতা সহ আসবে, অর্থাৎ, ক্যামেরার দিক থেকে এই ফোনটি খুব দুর্দান্ত হতে চলেছে।
টিজারে দেখা ডিভাইসের ব্যাক ডিজাইন
এছাড়া, ফোনে একাধিক AI ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। টিজারে ডিভাইসের পিছনে বুলেট শেপের ক্যামেরা আইল্যান্ড এবং একটি টেলি লেন্স লেবেল দেখানো হয়েছে। অন্যদিকে, ফ্লিপকার্ট সাইটে ভিভো টি৪ প্রো এর একটি মাইক্রোসাইটও তৈরি করেছে। এটি ‘Coming Soon’ ট্যাগ সহ তালিকাভুক্ত করা হয়েছে।
এই নতুন হ্যান্ডসেটটি ভারতে লঞ্চ হওয়া ভিভো টি৪ ৫জি লাইনআপে আসবে, যার মধ্যে ইতিমধ্যেই Vivo T4 5G, T4 Lite 5G, T4R 5G এবং T4X 5G মডেল রয়েছে। ভিভো এর এই ডিভাইসটিতে 1.5K রেজোলিউশন সহ 6.78-ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। ডিভাইসে Snapdragon 7 Gen 4 চিপসেট থাকবে এবং এতে 50 মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile