50 মেগাপিক্সেল ক্যামেরা সহ Samsung Galaxy F36 5G ফোনের আজ প্রথম সেল, দাম 20 হাজার টাকার কম

HIGHLIGHTS

Samsung Galaxy F36 5G ফোনটি আজ 29 জুলাই থেকে ভারতে সেল করা হবে

স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি স্মার্টফোনটি Exynos 1380 প্রসেসরে কাজ করে

স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোনটি ভারতে 20 হাজার টাকার কম দামে লঞ্চ হয়েছে

50 মেগাপিক্সেল ক্যামেরা সহ Samsung Galaxy F36 5G ফোনের আজ প্রথম সেল, দাম 20 হাজার টাকার কম

লেটেস্ট Samsung Galaxy F36 5G ফোনটি আজ 29 জুলাই থেকে ভারতে সেল করা হবে। এই স্মার্টফোনটি Exynos 1380 প্রসেসরে কাজ করে। এছাড়া এতে 5000mAh ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোনটি ভারতে 20 হাজার টাকার কম দামে লঞ্চ হয়েছে। আসুন নতুন স্যামসাং ৫জি ফোনের দাম, স্পেসিফিকেশন এবং সেল অফার বিষয় জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Samsung Galaxy F36 5G ফোনের দাম কত এবং সেল অফার কী

ই-কমার্স সাইট Flipkart এ 29 জুলাই আজ দুপুর 12টায় স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোনটি বিক্রি করা হবে। গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোনের 6GB RAM+128GB স্টোরেজের দাম 17,499 টাকা। সাথে 8GB+256GB স্টোরেজ মডেলের দাম 18,999 টাকা রাখা হয়েছে।

আরও পড়ুন: iQOO Z10R নাকি CMF Phone 2 Pro, 20 হাজার টাকার কম দামে কোন বাজেট 5G ফোন হবে সেরা চয়েজ, জানুন দাম থেকে স্পেক্স সমস্ত কিছু

Samsung Galaxy F36 5G Phone sale price under Rs 20K

এই স্মার্টফোনটি Flipkart Axis Bank ক্রেডিট কার্ড পেমেন্টে 5 শতাংশ ক্যাশব্যাক দেওয়া। এই স্মার্টফোনটি Luxe Violet, Coral Red এবং Onyx Black কালার অপশন কেনা যাবে।

স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লে: গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোনে 6.7-ইঞ্চির FHD+ (1080×2340 পিক্সেল) সুপার AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট রয়েছে। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে Corning Gorilla Glass Victus+ প্রটেকশন রয়েছে।

প্রসেসর: পারফরম্যান্সের জন্য স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোনটি Exynos 1380 চিপসেটে কাজ করে।

ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোনে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে এতে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। দুটি ক্যামেরা ইউনিট 4K ভিডিও শুটিং সাপোর্ট করে।

ব্যাটারি: পাওয়ার দিতে স্যামসাং গ্যালাক্সি এফ৩৬ ৫জি ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: 5000 টাকার বেশি সস্তা হল 6000mAh ব্যাটারি সহ Samsung 5G ফোন, এখন 15000 টাকার কমে কেনা যাবে

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo