iQOO Z10R নাকি CMF Phone 2 Pro, 20 হাজার টাকার কম দামে কোন বাজেট 5G ফোন হবে সেরা চয়েজ, জানুন দাম থেকে স্পেক্স সমস্ত কিছু
যদি আপনি 20,000 টাকার দামে স্মার্টফোন কিনতে চান, তবে iQOO Z10R এবং CMF Phone 2 Pro স্মার্টফোন ভাল বিকল্প
আজ 29 জুলাই থেকে আইকিউ জি১০আর ফোনের প্রথম সেল
আইকিউ জি১০আর নাকি সিএমএফ ফোন ২ প্রো কোনটি সেরা বিকল্প হবে আসুন জেনে নেওয়া যাক
যদি আপনি ভারতে 20,000 টাকার দামে স্মার্টফোন কিনতে চান, তাহলে বাজারে দুটি স্মার্টফোন একে অপরকে টেক্কা দিচ্ছে। এই দুটি নতুন লঞ্চ হওয়া iQOO Z10R এবং CMF Phone 2 Pro স্মার্টফোন। আজ 29 জুলাই থেকে আইকিউ জি১০আর ফোনের প্রথম সেল। এই স্মার্টফোনটি Amazon সাইট বিক্রি করা হবে।
Surveyদুটি স্মার্টফোনই দুর্দান্ত ফিচার অফার করে, যার কারণে সেরা বিকল্প হয় উঠেছে। তবে আইকিউ জি১০আর নাকি সিএমএফ ফোন ২ প্রো কোনটি সেরা বিকল্প হবে আসুন জেনে নেওয়া যাক।
ভারতে আইকিউ জি১০আর এবং সিএমএফ ফোন ২ প্রো ফোনের দাম কত
দামের কথা বললে, আইকিউ জি১০আর ফোনের বেস মডেলের দাম 19,499 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 8GB RAM কেনা যাবে। সাথে 12GB+256GB মডেলের দাম 23,499 টাকা। তবে ব্যাঙ্ক অফারে ফোনের দাম কমে 17,499 টাকা হয় যাবে। তবে সিএমএফ ফোন ২ প্রো ফোনের দাম 18,999 টাকা থেকে শুরু হয়।

আরও পড়ুন: 5000 টাকার বেশি সস্তা হল 6000mAh ব্যাটারি সহ Samsung 5G ফোন, এখন 15000 টাকার কমে কেনা যাবে
iQOO Z10R vs CMF Phone 2 Pro ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী
প্রসেসর: আইকিউ জি১০আর ফোনটি MediaTek Dimensity 7400 চিপসেটে কাজ করে। এটি একটি 4nm চিপসেট, যা সিএমএফ ফোন ২ প্রো ফোনে থাকা MediaTek Dimensity 7300 Pro-এর মতো। দুটি স্মার্টফোন অক্টা-কোর চিপসেট এবং একই GPU ফিচার রয়েছে। দুটি ফোনই 8GB RAM দিয়ে শুরু হয় তবে আইকিউ জি১০আর ফোনে 12GB RAM বিকল্পও রয়েছে। পাশাপাশি সিএমএফ ফোন ২ প্রো ফোনে 8GB RAM অপশনই পাওয়া যাবে।
ডিসপ্লে: আইকিউ জি১০আর ফোনে 6.77-ইঞ্চি Full HD+ AMOLED প্যানেল দেওয়া যা 120Hz রিফ্রেশ রেট এবং 1800 নিট পিক ব্রাইটনেস পাওয়া যাবে। সিএমএফ ফোন ২ প্রো ফোনটি 6.7-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে যা 2200 নিট পিক ব্রাইটনেস অফার করে।
ব্যাটারি: পাওয়ার দিতে আইকিউ জি১০আর ফোনে 5700mAh ব্যাটারি সহ 44W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে সিএমএফ ফোন ২ প্রো ফোনে 5000mAh ব্যাটারি এবং 33W ওয়্যারড চার্জিং পাওয়া যাবে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে সিএমএফ ফোন ২ প্রো ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। এটি 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল 2x টেলিফটো ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স রয়েছে। পাশাপাশি, আইকিউ জি১০আর ফোনে ডুয়াল রিয়ার সেন্সর রয়েছে যা 50 মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর পেয়ার করা।
দুটি স্মার্টফোনই 30fps এ 4K ভিডিও বা 60fps এ 1080p তে রেকর্ডিং অফার করে। ফ্রন্টে আইকিউ জি১০আর ফোনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া যা 4K ভিডিও রেকর্ড অফার করে। পাশাপাশি, সিএমএফ ফোন ২ প্রো ফোনে পাওয়া যাবে 16 মেগাপিক্সেল ক্যামেরা।
সফটওয়্যার এবং অপারেটিং সিস্টাম: সিএমএফ ফোন ২ প্রো ফোনটি Nothing OS 3.2 সহ Android 15 অপারেটিং সিস্টামে কাজ করে। আইকিউ জি১০আর ফোনটিও Android 15 তবে Funtouch OS 15 এ কাজ করে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile