30 দিনের জন্য BSNL এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, মিলবে কলিং ডেটা
ভারত সঞ্চার নিগম লিমিটেড একের পর এক সস্তা রিচার্জ প্ল্যান অফার করছে। নতুন 215 টাকার রিচার্জ প্ল্যান এনেছে বিএসএনএল।
বিএসএনএল এর 215 টাকার প্ল্যান 30 দিনের ভ্যালিডিটি অফার করে। বিএসএনএল এর 30 দিনের এই রিচার্জ প্ল্যানে অতিরিক্ত সুবিধা দেওয়া হয়।
প্রতিদিন 2 জিবি ডেটা হিসেবে পুরো প্ল্যানে মোট 60 জিবি ডেটা পাওয়া যাবে।
এই পুরো ভ্যালিডিটিতে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করা যাবে।
আনলিমিটেড কলিং সহ গ্রাহকরা প্রতিদিন 100 SMS ও পাবেন।