Xiaomi 15 Series ভারতীয় বাজারে লঞ্চ করে দেওয়া হয়েছে। শাওমি 15 সিরিজের আওতায় দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 15 এবং Xiaomi 15 Ultra ফোন লঞ্চ হয়েছে।
শাওমি 15 আল্ট্রা ফোনটি ভারতে 1,09,999 টাকা দামে লঞ্চ হয়েছে। শাওমি 15 আল্ট্রা এর সাথে একটি ফটোগ্রাফি কিট লিজেন্ড এডিশনও ভারতে 11,999 টাকা দামে আনা হয়েছে।