200MP ক্যামেরা সহ Xiaomi 15 Ultra ভারতে লঞ্চ, জানুন দাম কত

Xiaomi 15 Series ভারতীয় বাজারে লঞ্চ করে দেওয়া হয়েছে। শাওমি 15 সিরিজের আওতায় দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 15 এবং Xiaomi 15 Ultra ফোন লঞ্চ হয়েছে।

শাওমি 15 আল্ট্রা ফোনটি ভারতে 1,09,999 টাকা দামে লঞ্চ হয়েছে। শাওমি 15 আল্ট্রা এর সাথে একটি ফটোগ্রাফি কিট লিজেন্ড এডিশনও ভারতে 11,999 টাকা দামে আনা হয়েছে।

শাওমি 15 আল্ট্রা ফোনটি 18 মার্চ শাওমি সাইটে অর্লী সেল রাখা হয়েছে।

শাওমি 15 আল্ট্রা ফোনে ফিচারের। এতে রয়েছে 6.73-ইঞ্চি TCL C9 OLED LTPO স্ক্রিন রয়েছে। এতে সবচেয়ে বেশি ব্রাইটনেস 3200 নিট দেওয়া।

শাওমি 15 আল্ট্রা ফোনটি Snapdragon 8 Elite প্রসেসরে কাজ করে যা 16GB LPDDR5X RAM সহ পেয়ার করা।

শাওমি 15 আল্ট্রা ফোনে 200MP Leica পেরিস্কোপ লেন্স, 50MP Leica টেলিফটো লেন্স, 50MP Leica আল্ট্রাওয়াইড ক্যামেরা পাওয়া যাবে।

শাওমি 15 আল্ট্রা ফোনটি 5410mAh ব্যাটারি, 90W ওয়্যারড চার্জিং, 80W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।