50MP সেলফি ক্যামেরা সহ Vivo V50e 5G ফোনের দাম লঞ্চের আগে লিক

ভিভো ভি50ই ফোনের দাম লিক হয়েছে। An Leaks তার X (টুইটার) প্ল্যাটফর্মে পোস্ট করে আপকামিং ভিভো ফোনের দাম প্রকাশ করেছে।

আপকামিং ভিভো ভি50ই ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 28,999 টাকা হবে। এছাড়া 8GB RAM+256GB স্টোরেজের দাম 30,999 টাকা রাখা হবে।

ভিভোর এই আপকামিং ফোনে সেলফির জন্য 50MP Auto Eyefocus ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। পাশাপাশি, ফোনের রিয়ার 50MP Sony IMX882 মেইন সেন্সর থাকবে।

কোম্পানি এই ফোনে 6.77-ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে অফার করতে পারে। প্রসেসর হিসেবে ফোনে কোম্পানি ডাইমেনসিটি 7300 চিপসেট দিতে পারে।

পাওয়ার দিতে ফোনে 5600mAh ব্যাটারি থাকতে পারে, যা 90W এর ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আপকামিং ফোনের বিশেষত্ব হল যে এটি জলের ভিতরে ফটোগ্রাফি করতে পারবে।