আপকামিং ভিভো ভি50ই ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 28,999 টাকা হবে। এছাড়া 8GB RAM+256GB স্টোরেজের দাম 30,999 টাকা রাখা হবে।
ভিভোর এই আপকামিং ফোনে সেলফির জন্য 50MP Auto Eyefocus ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। পাশাপাশি, ফোনের রিয়ার 50MP Sony IMX882 মেইন সেন্সর থাকবে।