17 ফেব্রুয়ারি ভারতে আসছে Vivo V50, 50MP ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি

ভিভো ভারতে Vivo V50 Series লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজে ভিভো ভি50 এবং ভিভো ভি50 প্রো আসবে

ভিভো ভি50 ফোনের দাম 37,999 টাকা হবে বলে আশা করা হচ্ছে।

ভিভো ভি50 ফোনের দাম 37,999 টাকা হবে বলে আশা করা হচ্ছে।

ভিভো ভি50 ফোনে 6.78-ইঞ্চির মাইক্রো-কোয়াড-কার্ভড OLED প্যানেল দেওয়া হবে। এটি 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

ভিভো ভি50 ফোনে ফ্রন্টে 50MP ক্যামেরা পাওয়া যাবে। রিয়ারে OIS সহ 50MP প্রাইমারি সেন্সর এবং 50MP আল্ট্রা-ওয়াইড লেন্স রয়েছে।

কোম্পানি নিশ্চিত করেছে যে আপকামিং ভিভো ভি50 ফোন পাওয়ার দিতে 6000mAh এর বড় ব্যাটারি দেওয়া হবে।

ভিভো ভি50 ফোনে Snapdragon 7 Gen 3 চিপসেট দেওয়া যেতে পারে।

ভিভো ভি50 ফোনটি Android 15 এবং Funtouch OS 15 এ চলবে এবং এতে AI ফিচার থাকবে।