100X জুম সহ Vivo T4 Ultra 5G স্মার্টফোন ভারতে লঞ্চ

নতুন ভিভো টি৪ আল্ট্রা ফোনটি কোম্পানি T4 Series সিরিজের আওতায় আনা হয়েছে। ভিভো ফোনে রয়েছে MediaTek Dimensity 9300+, 100X জুম ক্যামেরা।

ভারতে Vivo T4 Ultra ফোনের দাম কত

8GB+256GB – 37,999 টাকা 12GB+256GB – 39,999 টাকা 12GB+512GB – 41,999 টাকা

নতুন ভিভো টি৪ আল্ট্রা ৫জি ফোনের বিক্রি 18 জুন থেকে শুরু হবে। এটি Meteor Grey এবং Phoenix Gold কালার অপশনে কেনা যাবে।

ভিভো টি৪ আল্ট্রা ৫জি ফোন 2800×1260 পিক্সেল রেজোলিউশন সহ 6.67-ইঞ্চির 1.5K স্ক্রিন সহ লঞ্চ হয়েছে।

প্রসেসর হিসেবে ভিভো টি৪ আল্ট্রা ৫জি ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 9300+ অক্টাকোর চিপসেটে কাজ করে।

পাওয়ার দিতে ভিভো টি৪ আল্ট্রা স্মার্টফোনে শক্তিশালী 5500mAh ব্যাটারি অফার করা হয়েছে। ফোনের সাথে 90W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।

এতে 50 মেগাপিক্সেল মেইন LYT702 লেন্স দেওয়া, যার সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ সেন্সর এবং 8 মেগাপিক্সেল ওয়াইড-এঙ্গেল লেন্স পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।