ভারতে ভিভো টি৪ প্রো ৫জি ফোনের 8GB RAM+128GB স্টোরেজের দাম 27,999 টাকা। এছাড়া ফোনের 8GB+256GB মডেলটি 29,999 টাকা এবং 12GB+256GB মডেলের দাম 31,999 টাকা রাখা হয়েছে।
অফারের আওতায় কিছু ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 3000 টাকার ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে। এছাড়া গ্রাহকরা 3000 টাকার এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন।
ভিভো টি৪ প্রো ফোনে রয়েছে 6.77-ইঞ্চির ফুল এইচডি প্লাস কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া যা 120Hz রিফ্রেশ রেট, 5000 নিট লোকল পিক ব্রাইটনেস এবং 1500 নিট গ্লোবাল পিক ব্রাইটনেস লেভল পাওয়া যাবে।
ভিভো টি৪ প্রো ৫জি রিয়ারে OIS সহ 50MP সোনি IMX882 প্রাইমারি ক্যামেরা, 3x জুম সহ 50MP সোনি IMX882 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 2MP বোকেহ ক্যামেরা রয়েছে। সেলফির জন্য ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে ভিভো টি৪ প্রো ৫জি ফোনে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6500mAh এর সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া। ফোনে IP68+IP69 রেটিং সহ আসে।