5500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 50MP সহ Vivo 5G ফোন

ভিভো কোম্পানির Vivo T3 Pro 5G মিড বাজেট স্মার্টফোন লঞ্চ প্রাইস থেকে 5,500 টাকা পর্যন্ত সস্তায় পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনটি কোম্পানি বছরের শুরুতে লঞ্চ করা হয়েছিল।

ভিভো টি৩ প্রো ৫জি ফোনটি দুটি স্টোরেজ 8GB RAM+128GB স্টোরেজ আসে। এই মডেল 24,999 টাকা দামে আনা হয়েছিল।

তবে এখন এই ফোনটি 22,999 টাকা দামে লিস্ট করা ফ্লিপকার্ট সাইটে। যার মানে ভিভো টি৩ প্রো ফোনটি 2000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে।

এছাড়া কোম্পানি ফোনে 3500 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করছে। এই হিসেবে ভিভোর এই ফোন 19,499 টাকার শুরুর দামে কিনতে পারবেন।

ভিভোর এই ফোন 6.67-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে সহ আসে। এই ফোনে কার্ভড ডিজাইন সহ ডিসপ্লে পাওয়া যাবে। ফোনের ডিসপ্লের পিক ব্রাইটনেস 4500 নিট পর্যন্ত পাওয়া যাবে।

ভিভোর এই ফোন 6.67-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে সহ আসে। এই ফোনে কার্ভড ডিজাইন সহ ডিসপ্লে পাওয়া যাবে। ফোনের ডিসপ্লের পিক ব্রাইটনেস 4500 নিট পর্যন্ত পাওয়া যাবে।

ভিভো টি3 প্রো ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এতে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ার করা। এই ফোনে 16MP সেলফি ক্যামেরা দেওয়া।

ভিভো টি৩ প্রো ৫জি ফোনে 5500mAh এর দুর্দান্ত ব্যাটারি দেওয়া হয়েছে, যা চার্জ করার জন্য 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি Android 15 ভিত্তিক FuntouchOS এ কাজ করে।