Thick Brush Stroke

Amazon সেলে Samsung এর 200MP ক্যামেরা স্মার্টফোন হল 22000 টাকা সস্তা

Thick Brush Stroke

গত বছর লঞ্চ হওয়া Samsung Galaxy S25 Ultra স্মার্টফোনটি বিশাল ছাড়ের কেনা যাবে। 200MP ক্যামেরা এবং Snapdragon 8 Elite প্রসেসর সহ স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফ্ল্যাগশিপ ফোনটি এখন আগের চেয়েও অনেক সস্তা।

Thick Brush Stroke

বলে দি যে আজ 16 জানুয়ারী রাত 12টা থেকে Amazon Great Republic Day sale শুরু হচ্ছে। স্যামসাং গত বছর গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনটি 1,29,999 টাকার শুরুর দামে লঞ্চ করা হয়েছে।

Thick Brush Stroke

খন, 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ এর টাইটানিয়াম গ্রে মডেলটি Amazon সাইটে 1,07,910 টাকায় পাওয়া যাচ্ছে। যার মানে স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনটি 22 হাজার টাকার বেশি ছাড় দেওয়া হচ্ছে।

Thick Brush Stroke

সাথে গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনে থাকছে 6.9-ইঞ্চির 120Hz AMOLED ডিসপ্লে AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz ।

Thick Brush Stroke

গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনটি Snapdragon 8 Elite প্রসেসরে কাজ করে। এছাড়া এতে 200MP কোডায় রিয়ার ক্যামেরা দেওয়া, যা ফটোগ্রাফিকে পাওয়ারহাউস তৈরি করে।