28 হাজার টাকা সস্তায় বিক্রি হচ্ছে 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ Samsung 5G ফোন

স্যামসাংয়ের একটি জনপ্রিয় ফ্ল্যাগশিপ ফোনে দেদার ছাড় পাওয়া যাচ্ছে। দাম কম হওয়ার পর এখন এই স্মার্টফোন সবার বাজেটে হবে। আমরা কথা বলছি Samsung Galaxy S24 5G ফোনের।

 লঞ্চের সময় স্যামসাং গ্যালাক্সি এস২৪ ৫জি দাম 74,999 টাকা ছিল। এই দাম 8GB+128GB স্টোরেজ মডেলের। এছাড়া 8GB+256GB স্টোরেজের দাম 79,999 টাকা ছিল এবং 8GB+512GB স্টোরেজের দাম 89,999 টাকা ছিল।

Flipkart সাইটে এই ফোনের 8GB+128GB মডেলটি 46,999 টাকায় বিক্রি হচ্ছে। যার মানে মডেলটি লঞ্চ প্রাইস থেকে সোজা 28,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে।

গ্যালাক্সি এস২৪ ৫জি ফোনে 6.2-ইঞ্চি ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে রয়েছে যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন সহ আসে। এতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। প্রসেসর হিসেবে গ্যালাক্সি এস২৪ ৫জি ফোনটি এক্সিনোস 2400 চিপসেটে কাজ করে করে।

স্যামসাং গ্যালাক্সি এস২৪ ৫জি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা অফার করে। এতে OIS সহ 50 মেগাপিক্সেল সেন্সর, 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 10 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য ফোনে পাওয়া যাবে 12 মেগাপিক্সেল ক্যামেরা।

গ্যালাক্সি এস২৪ ৫জি ফোনে 4000mAh ব্যাটারি সাপোর্ট দেওয়া যা 25W ওয়্যারড ফাস্ট চার্জিং, 15W ওয়্যারলেস চার্জিং এবং রির্ভাস ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে।