Samsung Galaxy S24, যা লঞ্চ প্রাইস থেকে 34 হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে। আসলে Flipkart সাইটে দুর্দান্ত ফিচার সহ এই ফোনটি আসল দাম থেকে অনেক সস্তায় কেনা যাবে।
স্যামসাং গ্যালাক্সি এস24 ফোনটি দুটি স্টোরেজ বিকল্প 8GB RAM+128GB এবং 8GB RAM+256GB স্টোরেজ মডেলে আসবে। ফোনে বেস মডেলের দাম 74,999 টাকা এবং টপ মডেলের দাম 79,999 টাকা রাখা হয়েছে।
ফ্লিপকার্ট সাইটে এই ফোন 47,999 টাকার শুরুর দামে লিস্ট করা। ই-কমার্স সাইটে এই ফোন আরও 7000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে যার মানে ফোনটি 40,999 টাকার শুরুর দামে কেনা যাবে।
স্যামসাং গ্যালাক্সি এস24 ফোনে 6.2-ইঞ্চি Dynamic AMOLED 2X ডিসপ্লে রয়েছে যা 120Hz হাই-রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোন Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসরে কাজ করে। এর সাথে 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ পেয়ার করা।
স্যামসাং ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা, 10MP এবং 12MP আরও দুটি ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 12MP ক্যামেরা পাওয়া যাবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 14-ভিত্তিক OneUI 6-তে চলে। এতে গ্যালাক্সি এআই ফিচার রয়েছে।