Redmi Note 15 Pro+ স্মার্টফোন আসতেই কোম্পানি তার Redmi Note 14 Pro+ 5G ফোনের দাম কম করে দিয়েছে। ফ্লিপকার্ট সাইটে এই স্মার্টফোনটি লঞ্চ প্রাইস থেকে 6100 টাকা পর্যন্ত সস্তায় পাওয়া যাচ্ছে।
ফ্লিপকার্ট সাইটে এই স্মার্টফোনটি লঞ্চ প্রাইস থেকে 6100 টাকা পর্যন্ত সস্তায় পাওয়া যাচ্ছে। রেডমি নোট 14 প্রো প্লাস ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা, প্রিমিয়াম ডিজাইন এবং AI ফিচার।
Flipkart সাইটে রেডমি নোট 14 প্রো প্লাস ফোনের বেস মডেল 8GB RAM+128GB স্টোরেজ মডেলটি 23,999 টাকায় কেনা যাবে। তবে এই ফোন 29,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
আপনি আপনার পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে নতুন স্মার্টফোনে 15000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন। যার পরে নতুন ফোনটি আরও সস্তায় কেনা যাবে।
এতে রয়েছে 6.67-ইঞ্চির বড় AMOLED স্ক্রিন যা 120Hz রিফ্রেশ রেট সহ আসে। ডিসপ্লেতে কর্ণিং গরিল্লা গ্লাস ভিকটাস 2 প্রোটেকশন দেওয়া।
প্রসেসর হিসেবে রেডমি নোট 14 প্রো+ 5জি ফোনে দেওয়া হয়েছে কোয়ালকম Snapdragon 7s Gen 3 চিপসেট।
এতে 50MP প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 50MP টেলিফটো লেন্স রয়েছে। সেলফি তোলার জন্য এতে 20MP ক্যামেরা পাওয়া যাবে।
রেডমি নোট 14 প্রো+ 5জি ফোনে 6200mAh ব্যাটারি দেওয়া, যা পুরো দিন দীর্ঘ সময় পর্যন্ত ব্যাকআপ দেয়। ফোনটি 90W HyperCharge ফাস্ট চার্জিং সাপোর্ট করে।