7000mAh বড় ব্যাটারি সহ Realme গেমিং স্মার্টফোনের সেল শুরু

আজ 27 আগস্ট রিয়েলমি পি৪ প্রো ৫জি ফোনের প্রথম সেল। সেরা ফিচার হিসেবে এতে 7000mAh এর বড় ব্যাটারি এবং কার্ভড ডিসপ্লে দেওয়া। 

রিয়েলমি পি৪ প্রো ৫জি ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 24,999 টাকা রাখা হয়েছে। এছাড়া 8GB+256GB স্টোরেজ মডেলটি 26,999 টাকায় কেনা যাবে।

রিয়েলমি ফোনে Snapdragon 7 Gen 4 চিপসেট দেওয়া। সাথে এটি 12GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজ পেয়ার করা।

রিয়েলমি পি৪ প্রো ফোনে 7000mAh ব্যাটারি রয়েছে যা এই ফোনকে বিশেষ করে তোলে। এতে 80W চার্জিং সাপোর্ট দেওয়া। 

ফোনটি 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়া ফোনকে জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে এতে IP68+IP69 রেটিং পাওয়া যাবে।

রিয়েলমি পি৪ প্রো ফোনে 50 মেগাপিক্সেল রিয়ার এবং 8 মেগাপিক্সেল এর আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স দেওয়া। ফ্রন্টে 50 মেগাাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।