রিয়েলমি ভারতে তার নতুন P-Series এর আওতায় Realme P3x 5G লঞ্চ করেছে।

রিয়েলমি পি3 এক্স 5জি বিশ্বের প্রথম স্মার্টফোন যা মিডিয়াটেক এর সবচেয়ে নতুন ডাইমেনসিটি 6400 প্রসেসরে লঞ্চ হয়েছে।

রিয়েলমি পি3এক্স একটি সস্তা 5জি ফোন। ফোনের দুটি ভ্যারিয়্যান্ট আনা হয়েছে।

এতে ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 13,999 টাকা রাখা হয়েছে। এছাড়া 8GB RAM+128GB মডেলের দাম 14,999 টাকা।

রিয়েলমি পি3এক্স ফোনে 6.72-ইঞ্চি FHD+ 120Hz LCD স্ক্রিন রয়েছে।

রিয়েলমি পি3এক্স ফোনে 50MP OMNIVISION OV50D মেইন সেন্সর এবং 2MP পোট্রেট ক্যামেরা রয়েছে। ফ্রন্টে 8MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার দিতে রিয়েলমি ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। বড় ব্যাটারিকে চার্জ করতে এতে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া।