7000mAh টাইটান ব্যাটারি সহ Realme ভারতে লঞ্চ করল সস্তা দামের স্মার্টফোন

রিয়েলমি ভারতে মিড-রেঞ্জ স্মার্টফোনে লেটেস্ট Realme Narzo 90 series লঞ্চ করেছে। নতুন সিরিজের আওতায় Realme Narzo 90 5G এবং Narzo 90x 5G আনা হয়েছে

রিয়েলমি নারজো 90 5জি ফোনের দাম ভারতে 16,999 টাকা থেকে শুরু হয়।

24 ডিসেম্বর থেকে ভারতে Amazon এবং Realme ইন্ডিয়া অনলাইন স্টোরের মাধ্যমে বিক্রি করা হবে। রিয়েলমি নারজো 90 5জি ভিক্টরি গোল্ড এবং কার্বন ব্ল্যাক রঙে পাওয়া যাবে।

রিয়েলমি নারজো 90 5জি ফোনে রয়েছে 6.57-ইঞ্চি অ্যামোলেড ফুল-এইচডি+ (1080x2372 পিক্সেল) ডিসপ্লে যার 120Hz রিফ্রেশ রেট, টাচ স্যাম্পলিং রেট 240Hz এবং 1400 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস দেওয়া। 

রিয়েলমি নারজো 90 5জি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সহ 50MP প্রাইমারি শুটার এবং 2MP মনোক্রোম সেন্সর রয়েছে। সামনে 50MP সেলফি ক্যামেরা দেওয়া।

নারজো 90 5জি সিরিজে 7000mAh টাইটান ব্যাটারি এবং 60W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।