20 হাজারের কম দামে বাজারে এল 7000mAh বিশাল ব্যাটারি সহ Realme 15T ফোন

রিয়েলমি ভারতে নতুন বাজেট স্মার্টফোন Realme 15T লঞ্চ করেছে। রিয়েলমি ১৫টি ফোনে রয়েছে 7000mAh ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।

রিয়েলমি ১৫টি ফোনটি তিনটি স্টোরেজ 8GB+128GB, 8GB+256GB, 12GB+256GB অপশনে আনা হয়েছে। রিয়েলমি ১৫টি ফোনের বেস মডেলের দাম 20,999 টাকা থেকে শুরু হয়।

এই দামে 8GB+128GB কেনা যাবে। এছাড়া 8GB+256GB স্টোরেজ মডেলের দাম 22,999 টাকা এবং টপ মডেলটি 12GB+256GB স্টোরেজ মডেলটি 24,999 টাকায় কেনা যাবে।

এই দামে 8GB+128GB কেনা যাবে। এছাড়া 8GB+256GB স্টোরেজ মডেলের দাম 22,999 টাকা এবং টপ মডেলটি 12GB+256GB স্টোরেজ মডেলটি 24,999 টাকায় কেনা যাবে।

লঞ্চ অফারের আওতায় রিয়েলমি ১৫টি ফোনের দাম শুরু হবে 18,999 টাকা থেকে। যার মানে এতে 2000 টাকার ব্যাঙ্ক অফার পাওয়া যাবে।

রিয়েলমি ১৫টি ফোনটি MediaTek Dimensity 6400 MAX 5G চিপসেটে কাজ করে। এটি Android 15 এর উপর ভিত্তি করে Realme UI 6.0 এ চলে।

রিয়েলমি 15টি তে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে একটি 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া। সেলফির জন্য, একটি 50MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

রিয়েলমি ১৫টি ফোনটি 6.57-inch AMOLED ডিসপ্লে রয়েছে যা 4000 নিট পিক ব্রাইটনেস অফার করে। 

ব্যাটারির ক্ষেত্রে কোম্পানি এতে 7000mAh ব্যাটারি অফার করছে, যা ওয়্যারড ফাস্ট চার্জিং এবং 10W রিভার্স চার্জিং সুবিধা দিচ্ছে।