রিয়েলমি ভারতে নতুন বাজেট স্মার্টফোন Realme 15T লঞ্চ করেছে। রিয়েলমি ১৫টি ফোনে রয়েছে 7000mAh ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।
রিয়েলমি ১৫টি ফোনটি তিনটি স্টোরেজ 8GB+128GB, 8GB+256GB, 12GB+256GB অপশনে আনা হয়েছে। রিয়েলমি ১৫টি ফোনের বেস মডেলের দাম 20,999 টাকা থেকে শুরু হয়।
এই দামে 8GB+128GB কেনা যাবে। এছাড়া 8GB+256GB স্টোরেজ মডেলের দাম 22,999 টাকা এবং টপ মডেলটি 12GB+256GB স্টোরেজ মডেলটি 24,999 টাকায় কেনা যাবে।
এই দামে 8GB+128GB কেনা যাবে। এছাড়া 8GB+256GB স্টোরেজ মডেলের দাম 22,999 টাকা এবং টপ মডেলটি 12GB+256GB স্টোরেজ মডেলটি 24,999 টাকায় কেনা যাবে।