6550mAh ব্যাটারি সহ POCO 5G স্মার্টফোনে দেদার ছাড়

পোকো এই বছর জানুয়ারি মাসে লঞ্চ হওয়া Poco X7 Pro 5G স্মার্টফোন ডিসকাউন্টে কেনার সুযোগ রয়েছে। Flipkart এই ফোনের দাম কম হওয়ার পাশাপাশি, ব্যাঙ্ক অফারও পাওয়া যাবে।

ফ্লিপকার্ট সাইটে পোকো এক্স৭ প্রো ৫জি ফোনের 8GB RAM+256GB স্টোরেজ ভ্যারিয়্যান্টটি 23,999 টাকা দামে লিস্ট করা।

জানুয়ারি মাসে পোকো এক্স৭ প্রো ৫জি ফোনটি 26,999 টাকা দামে লঞ্চ করেছিল। যার মানে পোকো ফোনটি 3000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে।

এই স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 আল্ট্রা প্রসেসরে কাজ করে। এই স্মার্টফোন Android 15 ভিত্তিক HyperOS 2.0 তে কাজ করে।

পোকো এক্স৭ প্রো ৫জি ফোনে রয়েছে 6.67-ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 2712x1220 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং 3200 নিট পিক ব্রাইটনেস রয়েছে।

পোকো এক্স৭ প্রো ৫জি ফোনরে রিয়ারে OIS এবং EIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার দিতে পোকো এক্স৭ প্রো ৫জি ফোনে 6550mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 90W হাইপারচার্জ সাপোর্ট করে।