50MP ক্যামেরা সহ সস্তা Poco M8 5G স্মার্টফোনের সেল শুরু, দাম জানুন

পোকো এম8 5জি ফোনের সেল আজ 13 জানুয়ারী থেকে শুরু হয় গেছে, যা Flipkart থেকে কেনা যাবে। লঞ্চ অফারের আওতায় পোকো এম8 5জি ফোনের সেল শুরু হওয়ার 12 ঘন্টা পর্যন্ত ডিসকাউন্টে কেনা যাবে।

এই ডিভাইসের বেস মডেলটি লঞ্চ অফারের সাথে 15,999 টাকায় বিক্রি হবে। 1000 টাকার লঞ্চ সুবিধাও পাবেন গ্রাহকরা। একই ডিসকাউন্ট অফার বাকি RAM এবং স্টোরেজ ভ্যারিয়্যান্টেও পাওয়া যাবে।

পোকো এম8 5জি ফোনটি তিনটি স্টোরেজ অপশনে আসে। ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেলটি অফারের আওতায় 15,999 টাকায় কেনা যাবে। তবে এর আসল দাম 18,999 টাকা।

পোকো স্মার্টফোনে 6.77-ইঞ্চি কার্ভড Flow AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটি কোয়ালকম Snapdragon 6 Gen 3 চিপসেটে কাজ করে এবং এটি Android 12 ভিত্তিক HeyperOS 2 তে কাজ করে।

ফটোগ্রাফির ক্ষেত্রে পোকো এম8 5জি ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 20MP সেলফি ক্যামেরা দেওয়া। ফোনে 5520mAh এর ব্যাটারি দেওয়া, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।