মাত্র 9999 টাকায় আজ কেনা যাবে 12GB RAM সহ POCO M7 5G ফোন

আজ 7 মার্চ পোকো এম7 5জি ফোনের প্রথম সেল শুরু হবে। পোকো এম7 5জি ফোনটি 10 হাজার টাকার কমে শুরু হয়।

পোকো এম7 5জি আজ দুপুর 12টা থেকে Flipkart সাইটে বিক্রি করা হবে। 6GB RAM এবং 128GB মডেল 9999 টাকায় কেনা যাবে।

পোকো এম7 5জি ফোনে বড় ডিসপ্লে 6.88-ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে রয়েছে।

পোকো এম7 5জি ফোনে ডুয়াল রিয়ার সেন্সর সহ 50MP প্রাইমারি লেন্স এবং একটি সেকেন্ডারি লেন্স রয়েছে। সেলফির জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া।

পোকো এম7 5জি ফোনের ফিচারের কথা বললে, 4nm Snapdragon 4 Gen 2 চিপসেটে কাজ করে যা 8GB পর্যন্ত RAM সহ পেয়ার করা।

পোকো এম7 5জি ফোনে 5160mAh ব্যাটারি সহ 18W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া।