10 হাজারের কম দামে Poco M7 5G ভারতে লঞ্চ, 5160mAh ব্যাটারি রয়েছে

Poco M7 5G অবশেষে ভারতে লঞ্চ করা হয়েছে। পোকো এম7 5জি ফোনটি দুর্দান্ত ফিচার এবং ডিজাইন সহ 10 হাজার টাকার কম দামে আনা হয়েছে।

পোকো এম7 5জি ফোনে 6.88-ইঞ্চি HD+ প্যানেল সহ 120Hz রিফ্রেশ রেট এবং 600 নিট পিক ব্রাইটনেস দেওয়া।

পারফরম্যান্সের ক্ষেত্রে পোকো এম7 5জি ফোনে Snapdragon 4 Gen 2 পাওয়া যাবে যা 8GB পর্যন্ত RAM এবং 128GB স্টোরেজ এর সাথে পেয়ার করা।

লেটেস্ট পোকো ফোনটি 50MP প্রাইমারি সেন্সর সহ 2MP সেকেন্ডারি সেন্সর সহ আসে। সেলফি তোলার জন্য ফোনে 8MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার দিতে পোকো এম7 5জি ফোনে 5160mAh ব্যাটারি এবং 18W চার্জিং সাপোর্ট এবং 33W বক্স চার্জের দেওয়া।

ভারতে পোকো এম7 5জি ফোনের দাম 9,999 টাকা থেকে শুরু। এই দামে ফোনের 6GB+128GB মডেল কেনা যাবে। 

8GB+128GB মডেলের দাম 10,999 টাকা রাখা হয়েছে। লেটেস্ট পোকো ফোনের বিক্রি 7 মার্চ থেকে শুরু হবে।