পোকো কোম্পানি ভারতে আজ POCO C71 5G লঞ্চ করেছে। পোকো সি71 ফোনটি ভারতে 6499 টাকার শুরুর দামে লঞ্চ করা হয়েছে।

ভারতে পোকো সি71 ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে। এতে 4GB+64GB স্টোরেজ মডেল আনা হয়েছে যার দাম 6499 টাকা রাখা হয়েছে।

পোকো সি71 ফোনে এই সেগামেন্টের 6.88-ইঞ্চি সহ সবচেয়ে বড় ডিসপ্লে অফার করা হয়েছে। পোকো সি71 ফোনে Unisoc T7250 চিপসেট পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য পোকো সি71 ফোনটি 32MP প্রাইমারি সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা অফার করে। সেলফি তোলার জন্য ফ্রন্টে রয়েছে 8MP সেন্সর।

কোম্পানির দাবি যে 7 হাজার টাকার কম দামের সেগামেন্টে পোকো সি71 একটি মাত্র ফোন যা 12GB RAM (6GB ফিজিকাল RAM+6GB টার্বো RAM) অফার করে।

পাওয়ার দিতে পোকো সি71 ফোনে দেওয়া হয়েছে 5200mAh এর বড় ব্যাটারি, যা 15W চার্জিং স্পিড সাপোর্ট করে।