50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ OPPO Reno 14 Pro 5G ভারতে লঞ্চ

Oppo ভারতে তার লেটেস্ট Reno 14 5G এবং Reno 14 Pro 5G লঞ্চ করেছে। রেনো১৪ প্রো ৫জি ফোনটি বড় ডিসপ্লে, দীর্ঘ ব্যাটারি এবং হাই-এন্ড ক্যামেরা সেন্সর অফার করে। 

ভারতে ওপ্পো রেনো ১৪ এর বেস মডেল 8GB RAM+256GB স্টোরেজের দাম 37,999 টাকা রাখা হয়েছে। এছাড়া 12GB RAM+256GB স্টোরেজের দাম 39,999 টাকা।

ওপ্পো রেনো১৪ প্রো ৫জি ফোনটি 6.83ইঞ্চি LTPS AMOLED প্যানেল সহ 120Hz রিফ্রেশ রেট এবং গরিল্লা গ্লাস 7i প্রোটেকশন দেওয়া।

এটি MediaTek Dimensity 8450 (4nm) এবং Mali-G720 AI GPU চিপসেটে কাজ করে। ফোনটি 12GB LPDDR5x RAM এবং 512GB UFS 3.1 স্টোরেজ সহ পেয়ার করা।

রেনো ১৪ প্রো ফোনটি 50 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স সহ আসে। ফ্রন্টে অটো ফোকস সহ 50 মেগাপিক্সেল সেলফি শুটার পাওয়া যাবে।

পাওয়ার দিতে ওপ্পো রেনো ১৪ প্রো ফোনে 6200mAh ব্যাটারি পাওয়া যাবে যা 80W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া।