ওপ্পো গত বছর লঞ্চ হওয়া মিড রেঞ্জ স্মার্টফোন Oppo Reno 12 Pro ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। ডিসকাউন্টে এই স্মার্টফোনটি 12000 টাকা পর্যন্ত সস্তায় পাওয়া যাচ্ছে।
ওপ্পো রেনো ১২ প্রো ফোনের 12GB+512GB স্টোরেজ মডেলটি Amazon সাইটে 29,799 টাকায় লিস্ট করা হয়েছে। তবে গত বছর জুলাই মাসে ওপ্পো রেনো ১২ প্রো ফোনটি 40,999 টাকা দামে লঞ্চ হয়েছিল।
ব্যাঙ্ক অফারের আওতায় OneCard ক্রেডিট কার্ড পেমেন্টে 1000 টাকার সোজা ছাড় পেতে পারেন। যার পরে ফোনের দাম কমে হয় যাবে 28,799 টাকা।
ওপ্পো রেনো ১২ প্রো ফোনে 6.7-ইঞ্চির ফুলএইচডি+ কার্ভড OLED ডিসপ্লে রয়েছে যা রিফ্রেশ রেট 120Hz এবং 1200 নিট পিক ব্রাইটনেস সহ আসে।
এই ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এনর্জি প্রসেসরে কাজ করে। রেনো ১২ প্রো ফোনের সাথে 12GB RAM এবং 512GB স্টোরেজ সহ পেয়ার করা।
রেনো ১২ প্রো ৫জি ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
পাওয়ার দিতে রেনো ১২ প্রো ৫জি 5000mAh ক্যামেরা দেওয়া হয়েছে যা 80W SuperVOOC চার্জিং সাপোর্ট করে।