ওপ্পো আজ ভারতে Oppo Find X9 এবং Oppo Find X9 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। ওপ্পো ফাইন্ড এক্স9 প্রো ফোন মিডিয়াটেক ডাইমেনসিটি 9500 প্রসেসরে কাজ করে।
ওপ্পো ফাইন্ড এক্স9 প্রো ফোনের 16GB RAM+512GB স্টোরেজের দাম 1,09,999 টাকা রাখা হয়েছে। ফাইন্ড এক্স9 প্রো ফোনটি সিলক হোয়াইট এবং টাইটেনিয়াম চারকোল মতো কালার অপশনে পাওয়া যাবে।
ওপ্পো ফোনের বিক্রি 21 নভেম্বর থেকে শুরু হবে। ওপ্পো ফাইন্ড এক্স9 প্রো ফোনে 6.78-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া যার রেজোলিউশন 2772×1272 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট, 3600 নিট পিক ব্রাইটনেস রয়েছে।
প্রসেসর হিসেবে ফাইন্ড এক্স9 প্রো ফোনটি MediaTek Dimensity 9500 চিপসেটে কাজ করে। এটি 16GB LPDDR5x RAM এবং 512GB UFS 4.1 স্টোরেজ সহ পেয়ার করা।
ফাইন্ড এক্স9 প্রো ফোনে 50MP ওয়াইড-এঙ্গেল ক্যামেরা, 50MP আল্ট্রাওয়াইড ক্যামেরা সহ 200MP টেলিফটো ক্যামেরা এবং 2MP মনোক্রোম ক্যামেরা রয়েছে। এতে 50MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে ফাইন্ড এক্স9 প্রো ফোনে পাওয়া যাবে 7500mAh ব্যাটারি যা 80W ওয়্যারড এবং 50W ওয়্যারলেস চার্জিং ফাস্ট চার্জিং সাপোর্ট করে।