Snapdragon 8 Elite চিপসেট সহ OnePlus 13s ভারতে লঞ্চ, জানুন দাম কত

OnePlus 13s ভারতীয় বাজারে অবশেষে লঞ্চ করে দেওয়া হয়েছে। লেটেস্ট ওয়ানপ্লাস ১৩এস ফোনটি কোম্পানির OnePlus 13 Series এর আওতায় আসে।

ওয়ানপ্লাস ১৩এস ফোনটি ভারতে 54,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই দামে ফোনের বেস মডেল 12GB+256GB স্টোরেজ কেনা যাবে।

12GB+512GB স্টোরেজ মডেলের দাম 59,999 টাকা রাখা হয়েছে। অফারের আওতায় গ্রাহকরা 5000 টাকা ব্যাঙ্ক ছাড় পেতে পারেন।

লেটেস্ট ওয়ানপ্লাস ১৩এস ফোনটি Amazon সাইট এবং রিটেল স্টোর  থেকে কিনতে পারবেন। ওয়ানপ্লাস ১৩এস ফোনের বিক্রি 12 জুন থেকে শুরু হবে।

ওয়ানপ্লাস ১৩এস ফোনে থাকছে 6.32-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে সহ 120Hz ডায়নামিক রিফ্রেশ রেট।

পারফরম্যান্সের ক্ষেত্রে ওয়ানপ্লাস ১৩এস ফোনে দেওয়া হয়েছে Snapdragon 8 Elite চিপসেট যা 12GB LPDDR5X RAM এবং 256GB/512GB UFS 4.0 স্টোরেজ সহ পেয়ার করা।

পাওয়ার দিতে ওয়ানপ্লাস ১৩এস ফোনে দেওয়া হয়েছে 5850mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং ফিচার।

ওয়ানপ্লাস ১৩এস ফোনটি OIS সহ 50 মেগাপিক্সেল Sony LYT-700 এবং 2X অপটিকাল জুম সহ 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স অফার করে। ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।