OnePlus 13R কেনার কথা ভাবছেন তবে Flipkart সাইটে দুর্দান্ত ছাড়ে বিক্রি হচ্ছে। মিড রেঞ্জ স্মার্টফোন ওয়ানপ্লাস ১৩আর কম দামের পাশাপাশি ব্যাঙ্ক অফারেও পাওয়া যাবে।
ওয়ানপ্লাস ১৩আর ৫জি ফোনের 12GB RAM/256GB স্টোরেজ মডেলটি 38,500 টাকায় Flipkart লিস্ট করা। তবে এই বছর জানুয়ারি মাসে এটি 42,999 টাকা দামে লঞ্চ হয়েছিল।
HDFC কার্ড পেমেন্টে 10 শতাংশ ছাড় পাওয়া যাবে যার পরে ফোনটি 1500 টাকা কমে 37,000 টাকা হয় যাবে। যার মানে ফোনটি মোট 6000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে।
ওয়ানপ্লাস ১৩আর ৫জি ফোনটি 6.78-ইঞ্চি ফুল এইচডি প্লাস LTPO ডিসপ্লে দেওয়া। ওয়ানপ্লাস ১৩আর ৫জি ফোনটি Snapdragon 8 Gen 3 চিপসেটে কাজ করে।
ওয়ানপ্লাস ১৩আর ৫জি ফোনের রিয়ারে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, 2x অপটিকাল জুম সহ 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা অফার করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে থাকছে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।