32MP সেলফি ক্যামেরা সহ Nothing Phone 3a ভারতে লঞ্চ, জানুন দাম কত

নাথিং কোম্পানি তার Nothing Phone 3a Series এর স্মার্টফোন লঞ্চ করেছে। সিরিজের আওতায় নতুন ফোন Nothing Phone 3a এবং Phone 3a Pro ভারতে লঞ্চ করেছে।

নাথিং ফোন 3এ ফোনটি গ্লাস প্যানেলে তৈরি করা। ফোন 3এ তে হরিজন্টাল শেপে তিনটি ক্যামেরা লেন্স দেওয়া।

নাথিং ফোন 3এ ফোনে 1080 x 2392 পিক্সেল রোজোলিউশন সহ 6.77-ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে সাপোর্ট করে।

নাথিং ফোন 3এ ফোনে 1080 x 2392 পিক্সেল রোজোলিউশন সহ 6.77-ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে সাপোর্ট করে।

নাথিং ফোন 3এ ট্রিপল রিয়ার ক্যামেরা 50MP মেইন Samsung OIS সেন্সর দেওয়া। এর সাথে 50MP Samsung Telephoto লেন্স এবং 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স রয়েছে।

সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য নাথিং ফোন 3এ ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া।

পাওয়ার দিতে নাথিং ফোন 3এ তে কোম্পানি 5000mAh এর ব্যাটারি দিয়েছে।