নাথিং ফোন ৩এ Flipkart সাইটে সস্তায় বিক্রি করা হচ্ছে। নাথিং ফোন ৩ লঞ্চের পর নাথিং ফোন ৩এ সস্তা করে দেওয়া হয়েছে।
নাথিং ফোন ৩এ কোম্পানি 27,999 টাকার শুরুর দামে লঞ্চ করেছিল। তবে এখন এই স্মার্টফোনটি ফ্লিপকার্ট সাইটে 24,999 টাকা দামে লিস্ট করা।
এই দামে ফোনের 8GB+128GB স্টোরেজ মডেল কেনা যাবে। এছাড়া গ্রাহকরা HDFC Bank Credit Card, ICICI Bank Credit Card পেমেন্টে 2000 টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন।
নাথিং ফোন ৩এ একটি দুর্দান্ত ফিচার সহ আসা স্মার্টফোন। এই ফোনে 6.77-ইঞ্চির Full HD+ ডিসপ্লে রয়েছে যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
প্রসেসর হিসেবে নাথিং ফোন ৩এ তে Qualcomm Snapdragon 7s Gen 3 চিপসেটে কাজ করে। এটি 256GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।
নাথিং ফোন ৩ তে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল পাওয়া যাবে। ফ্রন্টে কোম্পানি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অফার করবে।