Amazon সাইটে ফ্ল্যাগশিপ স্মার্টফোন Nothing Phone 3 দুর্দান্ত ছাড়ের সাথে লিস্ট করা। এছাড়াও থাকছে ব্যাঙ্ক অফার, যার পরে ফোনের দাম আরও কমে যাবে।
ব্যাঙ্ক অফারের কথা বললে, ই-কমার্স সাইটে HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড পেমেন্ট 1500 টাকার ছাড় পেতে পারেন। যার পরে দাম কমে 44,949 টাকা হয় যাবে।