16000 টাকা সস্তা হল 50+50MP ক্যামেরা সহ Nothing Phone 2

নাথিং ফোন ৩ স্মার্টফোন বাজারে আসার আগেই জনপ্রিয় Nothing Phone 2 একধাপে অনেকটা সস্তা

নাথিং ফোন ২ তে দুর্দান্ত কিছু ফিচার এবং স্পেক্স রয়েছে। আসুন জেনে নেওয়া যাক কত টাকা সস্তায় কেনা যাবে নাথিং ফোন ২।

নাথিং ফোন ২ এখন অ্যামাজনে 28,999 টাকায় বিক্রি হচ্ছে। এই দাম ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ ভ্যারিয়্যান্টের।

নাথিং ফোন ২ ভারতে 44,999 টাকায় ভারতে লঞ্চ হয়েছিল। এখন এই ফোন 16000 টাকা সোজা ছাড়ের পর কেনা যাবে।

নাথিং ফোন ২ তে 6.7-ইঞ্চি AMOLED স্ক্রিন রয়েছে যা 120Hz রিফ্রেশ রেট অফার করে। প্রসেসর হিসেবে নাথিং ফোনটি ফ্ল্যাগশিপ কোয়ালকম Snapdragon 8+ Gen 1 চিপসেটে কাজ করে।

এতে 50 মেগাপিক্সেল Sony IMX890 সেন্সর পাওয়া যাবে যা OIS এবং EIS সাপোর্ট করে। এছাড়া 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্সও দেওয়া। এতে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

নাথিং ফোন ২ তে 4700mAh এর ব্যাটারি দেওয়া। এটি 45W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।