32MP সেলফি ক্যামেরা সহ Motorola 5G স্মার্টফোন হল একধাপে প্রচুর সস্তা

Motorola তার 15000 টাকার কম দামের মিড রেঞ্জ স্মার্টফোন এর দাম আবারও কমিয়ে দিয়েছে। এই ফোনটি হল Moto G85 5G, যার দাম একধাপে অনেকটাই কমে গেছে।

মোটোরোলা এর এই ফোনটি Flipkart সাইটে 15,999 টাকায় লিস্ট করা। বলে দি যে ফোনটি 17,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।

মোটো জি85 5জি ফোনে 1000 টাকার ব্যাঙ্ক ছাড় থাকছে। ছাড়ের পর মোটো জি85 5জি ফোনটি 14,999 টাকায় কেনা যাবে। এছাড়া পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 14,600 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

মোটোরোলার এই ফোন 6.67 ইঞ্চির 3D কার্ভড AMOLED ডিসপ্লে অফার করে। এটি 120Hz রিফ্রেশ রেট, 1600 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

মোটো জি85 5জি ফোনটি Qualcomm Snapdragon 6s Gen 3 চিপসেটে কাজ করে। এর সাথে 12GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট থাকে।

মোটো জি85 5জি ফোনে 50MP মেইন ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ক্যামেরা পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে ফোনে 32MP ক্যামেরা দেওয়া।

পাওয়ার দিতে মোটো জি85 5জি ফোনে পাওয়া যাবে 33W USB টাইপ সি চার্জি সহ 5000mAh ব্যাটারি। এছাড়া এতে ডুয়াল স্টিরিও স্পিকার সহ দুর্দান্ত ফিচার দেওয়া।