আল্ট্রা স্লিম এবং 50MP সেলফি ক্যামেরা সহ Motorola Edge 70 ফোনের সেল শুরু
Motorola Edge 70 স্মার্টফোনের আজ 23 ডিসেম্বর থেকে সেল শুরু হয় গেছে। এই স্মার্টফোনটি মিড রেঞ্জ সেগামেন্টে লঞ্চ করা হয়েছে।
মোটোরোলা এজ 70 স্মার্টফোনটি সিঙ্গেল ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে। এতে 8GB RAM+256GB স্টোরেজ অপশন 29,999 টাকা দামে লঞ্চ হয়েছে।
মোটোরোলা এজ 70 ফোনে রয়েছে 6.7-ইঞ্চির pOLED Flat ডিসপ্লে দেওয়া। ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট, 4500 নিট পিক ব্রাইটনেস এবং 2712×1220 পিক্সেল রেজোলিউশন রয়েছে।
ফটোগ্রাফির ক্ষেত্রে মোটোরোলা এজ 70 ফোনে 50MP প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং সেলফি তোলার জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
প্রসেসর হিসেবে মোটোরোলা এজ 70 ফোনটি কোয়ালকম এর Snapdragon 7 Gen 4 চিপসেটে কাজ করে। এটি 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ পেয়ার করা।
পাওয়ার দিতে এতে 5000mAh এর ব্যাটারি রয়েছে যা 68W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানি এতে IP68+ IP69 রেটিংও দিয়েছে।