Flipkart সেল শুরু হওয়ার আগেই মিলছে ওয়াটারপ্রুফ Motorola 5G ফোনে দেদার ছাড়

Motorola Edge 50 Fusion স্মার্টফোনে দুর্দান্ত ডিল অফার হচ্ছে। অফারের পর মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনের দাম কমে 18 হাজার টাকার কম এসে যাবে।

এজ ৫০ ফিউশন ভারতে 22,999 টাকা দামে লঞ্চ হয়। এখন Flipkart সাইটে এই ফোনে 4000 টাকার ফ্ল্যাট ছাড় দেওয়া হচ্ছে। ছাড়ের পর দাম কমে 18,999 টাকা হয় যাবে।

গ্রাহকরা HDFC Bank ক্রেডিট কার্ড ICICI Bank ক্রেডিট কার্ড পেমেন্টে 1000 টাকার অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।

মোটো এজ ৫০ ফিউশন ফোনে রয়েছে 6.7-ইঞ্চি FHD+ pOLED ডিসপ্লে, যা 144Hz রিফ্রেশ রেট এবং 1600 নিট পিক ব্রাইটনেস অফার করে।

পারফরম্যান্সের জন্য ফোনে রয়েছে Qualcomm Snapdragon 7s Gen 2 প্রসেসর, যা Adreno 710 GPU সহ আসে। এটি 12GB পর্যন্ত LPDDR4X RAM এবং 256GB UFS 2.2 সহ পেয়ার করা।

এজ ৫০ ফিউশনে পাওয়া যাবে Sony LYTIA 700C 50 মেগাপিক্সেল OIS মেইন ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা পাওয়া যাবে। ফ্রন্টে ফোনে 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।

পাওয়ার দিতে ফোনে রয়েছে 5000mAh ব্যাটারি যা 68W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।