পুরো 36 দিনের ভ্যালিডিটি সহ লঞ্চ হল নতুন Jio রিচার্জ প্ল্যান

Jio এর দেশের বড় টেলিকম কোম্পানি তার গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান চালু করেছে। রিলায়েন্স জিও 450 টাকার একটি নতুন ফেস্টিভ প্রিপেইড প্ল্যান চালু করেছে। 

এই সবচেয়ে সস্তা জিও প্ল্যানটি গ্রাহকদের 36 দিনের ভ্যালিডিটি অফার করে। এই প্ল্যানটি উৎসবের মরশুমে বিশেষ সুবিধা দেয় গ্রাহকদের।

প্ল্যানে প্রতিদিন 2 জিবি হাই-স্পিড ইন্টারনেট ডেটা পাওয়া যায়। পুরো ভ্যালিডিটিতে গ্রাহকরা মোট 72GB ডেটা সুবিধা পাবেন।

লেটেস্ট জিও প্ল্যানে আনলিমিটেড কলিং সুবিধাও দেওয়া হয়। এতে প্রতিদিন 100 SMS পাওয়া যাবে।

কোম্পানির True 5G সুবিধার আওতায় এতে আনলিমিটেড 5G ডেটাও দেওয়া হয়। যেই গ্রাহকদের এলাকায় 5জি পরিষেবা রয়েছে, তার এই সুবিধা পেতে পারেন।

জিও 450 টাকার প্ল্যানের সুবিধা এখানেই শেষ নয়। এতে 50 জিবি ফ্রি স্টোরেজ এবং JioAICloud অ্যাক্সেস রয়েছে। এতে 3 মাসের জিওহটস্টার মোবাইল/টিভি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।