iQOO Neo 10R এর লঞ্চের তারিখ নিশ্চিত, জানুন কী হবে দাম এবং স্পেসিফিকেশন

আইকিউ নিও 10আর ফোন 11 মার্চ বাজারে লঞ্চ হবে। লঞ্চের আগে এই ফোনের ল্যান্ডিং পেজ Amazon সাইটে লাইভ হয় গেছে।

অ্যামাজন সাইটে লাইভ মাইক্রোসাইট অনুযায়ী ফোন ব্লু-ওয়াইট ডুয়াল টোন ফিনিশন সহ রেজিং ব্লু কালার অপশনে আসবে।

এতে কোম্পানি স্টেবল 90fps পারফরম্যান্সের সাথে 2000Hz এর সাথে ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট দিতে চলেছে।

আইকিউ জানিয়েছে যে এই ফোনটি ভারতে 30 হাজার টাকার কম দামে আসবে।

এই ডিসপ্লে 144Hz এর রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আইকিউ ফোনে অফার করা ব্যাটারি 6400mAh এর হতে পারে।

আপকামিং ফোনে কোম্পানি OIS সহ 50MP এর মেইন সেন্সর সহ একটি 8MP এর ডুয়াল ক্যামেরা সেটআপ অফার করছে। আইকিউ ফোনে 16MP সেলফি ক্যামেরা থাকবে।

এই ফোন 90W এর ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।