আইকিউ ভারতে তার লেটেস্ট মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ স্মার্টফোন iQOO Neo 10 লঞ্চ করেছে। এটি ভারতের প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন যা নতুন Qualcomm Snapdragon 8s Gen 4 চিপসেট সহ আনা হয়েছে।
8GB + 128GB = 31,999 টাকা 8GB + 256GB = 33,999 টাকা 12GB + 256GB = 35,999 টাকা 16GB + 512GB = 40,999 টাকা
আইকিউ নিও ১০ ফোনে 6.78-ইঞ্চির 1.5K রেজোলিউশন সহ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট এবং 5000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
আইকিউ নিও ১০ ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। এতে 50 মেগাপিক্সেল SOny IMX882 প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।