আইকিউ তার ফ্ল্যাগশিপ স্মার্টফোন iQOO 15 ভারতে 26 নভেম্বর লঞ্চ করবে। এই স্মার্ফোনের লঞ্চের আগে অনুমানিত দাম এবং প্রি-বুকিংয়ের ডিটেল প্রকাশ করা হয়েছে। 

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আইকিউ 15 স্মার্টফোনটি ভারতে সেল অফারের সাথে 60 হাজার টাকার শুরুর দামে কেনা যাবে। তবে এই দাম শুরুতে হবে। আইকুর এই স্মার্টফোনটি 16GB RAM+512GB স্টোরেজ সহ চালু করা যেতে পারে।

আপকামিং আইকিউ 15 ফোনটি যেই দামে আসবে সেই দামে এই ফোনটি Snapdragon 8 Elite Gen 5 চিপসেট সহ আসা সবচেয়ে সস্তা ফোন হতে চলেছে। এতে Samsung 2K M14 OLED ডিসপ্লে প্যানেল থাকবে।

আইকিউ 15-তে থাকবে 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এটি 50MP মেইন ক্যামেরা, 50MP আল্ট্রওয়াইড এবং 50MP পেরিস্কোপ সেন্সর সহ পেয়ার করা। এতে 32MP সেলফি ক্যামেরা থাকবে।

এই আইকিউ 15 ফোনে 7000mAh ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। এটি গেম লাইভস্ট্রিমিং অ্যাসিস্ট্যান্টও সাপোর্ট করবে। কোম্পানিটি আরও দাবি করেছে যে ফোনে বড় সিঙ্গেল-লেয়ার কুলিং সিস্টেম থাকবে, যা গেমিং চলাকালীন ফোনের পারফরম্যান্সকে স্টেবল রাখতে সাহায্য করবে।