Amazon Republic day Sale: 7750 টাকার দেদার ছাড়ে বিক্রি হচ্ছে iQOO 15

Amazon Great Republic Day sale 2026 শুরু হয়েছে। অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে iQOO 15 স্মার্টফোনটি অনেক কম দামে কেনা যাবে।

আইকিউ 15 ফোনে রয়েছে 6.85-ইঞ্চি OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 144Hz এবং 2600 নিট পিক ব্রাইটনেস অফার করে। আইকিউ 15 ফোনটি কোয়ালকম Snapdragon 8 Elite Gen 5 চিপসেটে কাজ করে

সাথে রয়েছে 16GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত UFS 4.1 স্টোরেজ। পাওয়ার দিতে ডিভাইসে রয়েছে 7000mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং সাপোর্ট।

আইকিউ 15 ফোনে রয়েছে ট্রিপল 50MP রিয়ার ক্যামেরা সিস্টেম, যার মধ্যে একটি প্রাইমারি Sony IMX921 সেন্সর, একটি 3x পেরিস্কোপ টেলিফটো লেন্স (লসলেস জুম সহ) এবং একটি আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল শুটার রয়েছে। ফ্রন্টে একটি 32MP ক্যামেরা পাওয়া যাবে।

Disclaimer:  এই খবরে অ্যাফিলিয়েট লিঙ্ক রয়েছে।