13 হাজার টাকা সস্তায় কিনুন 64MP ক্যামেরা সহ iQOO 12 5G ফোন

আপনি কি গেমিং স্মার্টফোন খুঁজছেন যা ফ্ল্যাগশিপ ফিচার অফার করে এবং কম বাজেটে কেনা যাবে তবে iQOO 12 ফোনটি একটি ভাল বিকল্প হতে পারে।

আইকিউ ১২ ফোনটি দুর্দান্ত ডিল সহ দেদার ছাড়ে কেনা যাবে। আইকিউ ১২ ফোনের এই ডিল 16GB RAM, 512GB স্টোরেজ মডেলে পাওয়া যাচ্ছে।

আইকিউ ১২ ফোনটি বর্তমানে Amazon সাইটে কোনো ব্যাঙ্ক অফার ছাড়াই 44,999 টাকায় কেনা যাবে। তবে এই ফোনের আসল দাম 57,999 টাকা।

আইকিউ ১২ ফোনে 6.78-ইঞ্চি AMOLED ডিসপ্লে এবং 1.5K রেজোলিউশন, HDR10+ সাপোর্ট এবং 144Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে। আইকু ১২ ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসরে কাজ করে।

পাওয়ার দিতে আইকিউ ১২ ফোনটি 5000mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।