আপনি চাইলে লাল বা অন্য কালারের শাড়ি, রেট্রো ব্যাকগ্রাউন্ড, চুলের স্টাইল, মুখের এক্সপ্রেশন, আলো, যেমনটি চাইছেন তেমন ছবি তৈরি করতে পারেন। আসুন একনজরে দেখে নিন কীভাবে ট্রেন্ডিং ছবি বানাবেন।
গুগল জেমিনির ন্যানো বনানা দিয়ে ছবি তৈরি করতে সবার প্রথম জেমিনি অ্যাপটি ডাউনলোড করতে হবে। এবার এখানে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করুন।