পারফরম্যান্সের জন্য কোয়লকম Snapdragon 7s Gen 2 চিপসেট দেওয়া হয়েছে ফোনে। এই স্মার্টফোন Android 15 অপারেটিং সিস্টামে কাজ করে।
রিয়েলমি ১৩ প্রো ৫জি ফোনের রিয়ারে OIS সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।