12 হাজার টাকার কম দামে OPPO K13x 5G স্মার্টফোন ভারতে লঞ্চ

ওপ্পো ভারতে আজ বড় ব্যাটারি সহ OPPO K13x 5G ফোন লঞ্চ করেছে। এতে শক্তিশালী বড় ব্যাটারি 6000mAh দেওয়া।

ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনের 4GB RAM+128GB স্টোরেজের দাম 11,999 টাকা। এই ফোনের দ্বিতীয় মডেল 6GB RAM+128GB স্টোরেজের দাম 12,999 টাকা এবং 8GB RAM+128GB স্টোরেজের দাম 14,999 টাকা রাখা হয়েছে।

ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনটি 6.67-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া, যার পিক্সেল রেজোলিউশন 1604x720, 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

এটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 6nm প্রসেসরে কাজ করে। এই ফোনে 8GB LPDDR4X RAM এবং 8GB পর্যন্ত ভার্চুয়াল RAM থাকছে যা 256GB UFS 2.2 স্টোরেজ সহ পেয়ার করা।

পাওয়ার দিতে ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনে 45W SuperVOOC ফাস্ট চার্জিং সহ 6000mAh ব্যাটারি পাওয়া যাবে।

ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ 2 মেগাপিক্সেল  পোট্রেট ক্যামেরা সহ পেয়ার করা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া।