Amazon ইলেকট্রনিক প্রিমিয়াম লিগে 6000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে Samsung Galaxy M35 5G ফোন।

6GB RAM এবং 128GB স্টোরেজ মডেলটি 19,999 টাকায় লঞ্চ হয়ছিল। এখন সোজা 5000 টাকায় অ্যামাজন বিক্রি হচ্ছে এই ফোন।

স্যামসাং গ্যালাক্সি এম35 5জি ফোনে 6.6-ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে।

কোম্পানি এই ফোনে ভেপার কুলিং চেন্বর অফার করেছে যা ফোনকে গরম হতে দেবে না।

স্যামসাং গ্যালাক্সি এম35 5জি ফোনে রয়েছে 50MP OIS সহ মেইন ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ক্যামেরা। ফোনের ফ্রন্টে পাওয়া যাবে 13MP সেলফি ম্যাক্রো ক্যামেরা।

গ্যালাক্সি এম35 5জি ফোনে দেওয়া হয়েছে 6000mAh এর বড় ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জিং সাপোর্ট।